ফাউন্ডেশন অ্যান্ড আর্থ Foundation and Earth - আইজ্যাক অজিমভ
বইয়ের নামঃ ফাউন্ডেশন অ্যান্ড আর্থ (Foundation 5)
লেখকঃ আইজ্যাক অজিমভ
অনুবাদঃ নাজমুছ ছাকিব
সাইজঃ ২২.৩২ এমবি
ফরম্যাটঃ পিডিএফ
সিরিজঃ ফাউন্ডেশন (Foundation)
[caption id="" align="aligncenter" width="185"]

or
or
ফাউন্ডেশন সিরিজ আইজাক আসিমভ লেখা সায়েন্স ফিকশান। এই সিরিজের বইয়ের সংখ্যা ছয়টি। এই সিরিজের প্রথম তিনটি বই ফাউন্ডেশন ট্রিলজি নামে ১৯৬৬ সালে দ্য ওয়ার্ল্ড সাইন্স ফিকশন কনভেনশন থেকে ভোটের মাধ্যমে বেস্ট অল টাইম সাইন্স ফিকশন সিরিজ হিসেবে হুগো এওয়ার্ড এর জন্য নির্বাচিত হয়। আইজাক আসিমভ তার প্রিলিউড টু ফাউন্ডেশন গ্রন্থে তার এই সিরিজের বইগুলো কোনটির পর কোনটি পড়লে ভাল তার একটি তালিকা উল্লেখ করেন। এখানে সেই ক্রমানুসারে বইগুলোর তালিকা উল্লেখিত হল। অনেকে অবশ্য মনে করেন প্রকাশনার তারিখ অনুসারেই এগুলো পড়া উচিত। বাংলায় এই ফাউন্ডেশন সিরিজ টির অনুবাদ পাওয়া যায় সন্দেশ প্রকাশনী (বাংলাদেশ ) এর থেকে। আসিমভের ছোটোগল্পের সংগ্রহ পাওয়া যায় ঐতিহ্য প্রকাশনী (বাংলাদেশ) থেকে । কোলকাতায় বইগুলি পেতে হলে বিশ্ব বংগীয় প্রকাশন (মার্কাস স্কোয়ার ) ও নয়া উদ্যোগে (শ্রীমানী মার্কেট, বিধান সরণী) তে যোগাযোগ করতে পারেন।